December 22, 2024, 9:41 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, দৌলতপুর/
সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ার দৌলতপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রবীন সাংবাদিক মোশারফ হোসেন খান আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়ি হতে কর্মস্থল দৌলতপুর কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হোন তিনি।
আহত সাংবাদিক মোশারফ হোসেন হোসেন খান জানান, মোটরসাইকেল যোগে দৌলতপুর কিন্ডার গার্টেনে যাওয়ার পথে পুরাতন অগ্রণী ব্যাংক ভবনের সামনে দ্রুতগামী মোটরসাইকেলে থাকা উঠতি বয়সী তিন যুবক পেছন দিক থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাংবাদিক মোশারফ হোসেন হোসেন খান রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হোন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন।
Leave a Reply