December 23, 2024, 5:26 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
দেশে নতুন করে ৩১২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এতে করে দেশে এই ভাইরাসে সংক্রমিতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৪৫৬ জনে। একই সময়ে আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।গেল ২৪ ঘণ্টায় আরো নতুন করে ৩১২ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট ২ হাজার ৪৫৬ জনের করোনা শনাক্ত হল। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৯১ জনের মৃত্যু হলো।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ২ হাজার ৬৩৪ জনকে টেস্ট করা হয়েছে। এরমধ্যে ৩১২ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৪৫৬ জনে।
এছাড়াও এ সময়ে আরো ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ নিয়ে ৭৫ জন সুস্থ হওয়ার তথ্য পাওয়া গেল।
সংবাদ বুলেটিনে বিস্তারিত বর্ণনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। তিনি জানান, দেশে নভেল করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনের ৪ জনই নারায়ণগঞ্জের, আর তিনজন ঢাকার। গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ২ জন নারী বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়াও নতুন করে করোনাআক্রান্ত হওয়া ৩১২ জনের বিশ্লেষণে তিনি জানান, নতুন আক্রান্তদের শতকরা ৬৬ ভাগ পুরুষ, নারী ৩৪ ভাগ। এদের মধ্যে ৪৪ ভাগ আক্রান্তই ঢাকার বাসিন্দা। আর এরপরেই সবচেয়ে বেশি নারায়ণগঞ্জের রয়েছেন ৩১ ভাগ। আর ২৫ ভাগ দেশের অন্যান্য জেলার।
নতুন আক্রান্তদের বয়সভিত্তিক বিশ্লেষণে তিনি বলেন, গেল ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়াদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সী সবচেয়ে বেশি, ২৩ দশমিক ৪ ভাগ। আর ২১ থেকে ৩০ বছর বয়সী রয়েছেন ২২ দশমিক ৩ ভাগ। আক্রান্ত অন্যান্যরা বিভিন্ন বয়সসীমার।
এদিকে মহামারি করোনা ভাইরাসের চ্যালেঞ্জ মোকাবেলায় ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’ গঠন করেছে সরকার। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি শিশু বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহকে সভাপতি ও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে মোট ১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে। শনিবার এ ব্যাপারে একটি আদেশ জারি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। গত ৮ই মার্চ বাংলাদেশে নতুন ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার ৪২ দিন পর এই কমিটি করলো সরকার।
কমিটিকে কোভিড-১৯ প্রতিরোধ এবং হাসপাতালের সেবার মান বৃদ্ধির বিষয়ে সরকারকে পরামর্শ দিতে বলা হয়েছে। এছাড়া যেসব চিকিৎসক স্বাস্থ্যসেবা দিচ্ছেন তাদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ এবং স্বাস্থ্যসেবা দানকারী চিকিৎসকসহ অন্যদের উৎসাহ দিতে কী কী ব্যবস্থা নেয়া যায় সে বিষয়েও সরকারকে পরামর্শ দিতে বলা হয়েছে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর ভ্যাকসিন সংক্রান্ত গবেষণার বিষয়েও এই কমিটি সরকারকে পরামর্শ দেবে।
এর বাইরে গত ২৮ মার্চ আটজন জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে সরকার যে কমিটি করেছে সেই কমিটি এবং নতুন কমিটি প্রয়োজনবোধে যে কোনো কমিটির এক বা একাধিক সদস্যের সঙ্গে মতবিনিময় করতে পারবেন। নতুন কমিটি চাইলে সদস্য সংখ্যা বাড়াতে পারবে।
Leave a Reply