December 22, 2024, 2:21 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ জনপথে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
শনিবার বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত সবশেষ পরিসংখ্যান অনুযায়ী কভিড-১৯ এ ইউরোপে মৃতের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৫০১ জন। এর অর্থ করোনায় বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রাণ হারানোদের প্রায় দুই তৃতীয়াংশই ইউরোপের।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৫০০ ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৩ লাখ ২৮ হাজার।
মহাদেশীয় আক্রান্তের হিসেবে ইউরোপ সবার ওপরে। করোনা নিয়ে এএফপির সবশেষ পরিসংখ্যান অনুযায়ী ইউরোপে আক্রান্তের সংখ্যা ১১ লাখ সাড়ে ৩৬ হাজার ছাড়িয়েছে, যা মোট আক্রান্তের অর্ধেকের কাছাকাছি।
ইউরোপের দেশগুলোর মধ্যে কভিড-১৯ এ সবচেয়ে ভুগছে ইতালি ও স্পেন। জনস হপকিন্সের হিসেব মতে, ইউরোপে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইতালিতে, ২৩,২২৭ জন। আক্রান্তের তালিকায় দ্বিতীয়স্থানে আছে দেশটি, ১ লাখ ৭৬ হাজার ছুঁই ছুঁই।
মৃতের সংখ্যায় ইতালির পরেই রয়েছে স্পেন, ২০ হাজার ৬০০ ছাড়িয়েছে। ১ লাখ ৯৪ ছাড়ানো আক্রান্ত নিয়ে ইউরোপে আক্রান্তের তালিকায় শীর্ষে আছে দেশটি।
১৯ হাজার ৩০০ ছাড়ানো মৃত্যু নিয়ে এই তালিকায় তৃতীয়স্থানে ফ্রান্স। চতুর্থস্থানে আছে যুক্তরাজ্য, ১৫ হাজার ৪০০ ছাড়িয়েছে। পঞ্চমস্থানে বেলজিয়াম; দেশটিতে মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৪০০ ছাড়িয়েছে।
বিশ্বের হিসেবে করোনায় আক্রান্ত ও মৃত্যু উভয় তালিকায় একক দেশ হিসেবে শীর্ষে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যু দাঁড়িয়েছে ৩৮,৬৬৪ জনে।
Leave a Reply