December 22, 2024, 10:38 pm
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার ৬ টি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। এসময় ৬টি অবৈধ ইটভাটা মালিককে ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এরই ধারাবাহিকতায় আজ দামুড়হুদা উপজেলার ৬টি ইটভাটায় অভিযান চালানো হয়। এসময় নিময়বহির্ভূতভাবে ইট প্রস্তুত করার অপরাধে দামুড়হুদার দেশ বিক্সস ইটভাটাকে ৫ লাখ, বস বিক্সস ইটভাটাকে ৭ লাখ, নিউ বোস ব্রিক্সস ইটভাটাকে ৬ লাখ, লাবনী বিক্সস ইটভাটাকে ৭ লাখ, রেড-২ ব্রিক্সস ইটভাটাকে ৭ লাখ ও মডার্ন ব্রিক্সস ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। ভেঙে দেয়া হয় ইটভাটার কিলন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা পরিবেশ অধিদফতরের সিনিয়র সহকারি সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক আতাউর রহমান ও সহকারি পরিচালক কমল কুমার বর্মন। অভিযানে সহযোগীতা করে ঝিনাইদহ র্যাব-৬ ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
কুষ্টিয়া পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক আতাউর রহমান জানান, অবৈধভাবে ইট প্রস্তুত করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ওই ৬টি ইটভাটাকে জরিমানা করা হয়। এ ধরণের অপরাধ থেকে বিরত থাকতে তাদের সতর্কও করা হয়েছে।
Leave a Reply