January 10, 2025, 8:12 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
উদযাপিত হলো জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। ১০ ফেব্রুয়ারি উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখায় এ উপলক্ষে সম্মেলনও অনুষ্ঠিত হয়।
উৎসর্গ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকুর নির্দেশনায় দেশের সকল জেলা ও বিশ্বের কয়েকটি দেশে উদযাপিত হচ্ছে উৎসর্গ ফাউন্ডেশন ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। এরই ধারাবাহিকতায় উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার ও মধ্যাহ্ন ভোজের আয়োজন ছিলো। জেলা সম্মেলন, বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দের সাথে পরিচিতি সভা ও সংগঠকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক কমিটির নেতৃত্বে সমগ্র দেশে একযোগে একটি বিনামূল্যে রক্তদান বিষয়ক মোবাইল অ্যাপস চালু করা হয়। যার মাধ্যমে সমগ্র দেশে স্বয়ংক্রিয় ভাবে রক্তদাতার সন্ধান পাওয়া যাবে। একবার রক্ত প্রদানের পর ৩ মাস পর পুনরায় রক্ত প্রদানের উপযোগী রক্তদাতার সংকেত দিবে অ্যাপসটি। একই সাথে শারীরিক সক্ষমতার বিষয়টি নিশ্চিকরণ করা যাবে। উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহসভাপতি ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ সহকারী মেডিক্যাল অফিসার সোহেল রানার সভাপতিত্বে এবং সহসভাপতি ও মাইক্রোল্যাব ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি উৎসর্গ ফাউন্ডেশনের আজীবন সদস্য ও কুষ্টিয়া শাখার সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান বক্তা উৎসর্গ ফাউন্ডেশনের আজীবন সদস্য ও কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক ও সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার সমন্বয়ক মোঃ মুহাইমিনুর রহমান পলল। অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক রাশেদুল করিম রনি, সাংগঠনিক সম্পাদক রাইছা আমান, সম্পাদক মণ্ডলীর সদস্য ওমর ফারুক, প্রীতম রেজা, ইঞ্জিনিয়ার রেছান, জীবন আহম্মেদ সহ সংগঠনটির জেলা ও উপজেলা পর্যায়ের অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠকবৃন্দ। উল্লেখ্য যে উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা এবং কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় শাখার বিনামূল্যে রক্তপরীক্ষা কর্মসূচি, মেডিক্যাল হেলথ ক্যাম্প ও করোনাকালীন সময়ে গণসচেতনতা বৃদ্ধি, পুলিশ সদস্যদের সুরক্ষা সামগ্রী বিতরণ সহ সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার নেতৃত্বে জেলা প্রশাসনের ইমারজেন্সি করোনা রেসপন্স টিমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছে।
Leave a Reply