October 30, 2024, 7:31 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
প্রতিদিনই বাড়ছে করোনার টিকা নেওয়ার হার। বুধবার কুষ্টিয়া জেলায় আরো ১হাজার ৭শ ৭০ জন টিকা নিয়েছেন। এদিন একজন সামান্য অসুস্থ হয়েছেন।
প্রথমে ভীতি থাকলেও তৃতীয় দিনে এসে করোনার টিকায় আগ্রহ বাড়ে। কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, তৃতীয় দিনে ৯ ফেব্রুয়ারি টিকা নেন ৯শ ৭১জন। চতুর্থ দিনে সেই সংখ্যা গিয়ে দাড়ায় ১হাজার ৭শ ৭০এ। এই চারদিনে জেলায় করোনার টিকা দেয়া হয়েছে ৩হাজার ১শ ৬১ জনকে।
সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, বুধবার মিরপুরে একজন সামান্য অনুস্থ বোধ করেন। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তিনি বাড়ি চলে গেছেন। এ নিয়ে কুষ্টিয়া জেলায় টিকা নিয়ে এ পর্যন্ত ৬জন সামান্য অসুস্থ হয়েছেন।
এদিকে কুষ্টিয়ায় করোনা আক্রান্তের হারও কমে এসেছে। গত ৭দিনে আক্রান্ত হয়েছে ৮জন। জেলায় এখন আর করোনা রোগী আছে ২৫ জন।
Leave a Reply