October 30, 2024, 7:23 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দ্বিতীয় দফায় নদী-খাল ও জলাশয়ের অবৈধ দখল উচ্ছেদে নামছে পানিসম্পদ মন্ত্রণালয়। বিষয়টি দেশের সব জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের সঙ্গে ভার্চুয়াল মিটিং করে বিষয়টি জানিয়ে দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
সচিব বলেন, এখন পর্যন্ত আমরা ২৩ হাজার ৮০২টি স্থাপনা উচ্ছেদ করেছি, সম্পদের হিসাবে যার পরিমাণ ১ হাজার ২৭ একর। মহামারী করোনাভাইরাসের কারণে আমাদের উচ্ছেদ অভিযান বন্ধ ছিল। দ্রুতই আবার আমরা অভিযানে নামছি।
সচিব বলেন, সারা দেশে নদী-খাল ও জলাশয়ের অবৈধ দখলদারদের তালিকা আমাদের হাতে আছে। সে তালিকা ধরেই প্রথমবারের মতো এবারো অভিযান পরিচালনা করা হবে।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম ওয়াহিদ উদ্দিন চৌধুরী এবং ৬৪ জেলার ছোট নদী খাল পুনর্খনন প্রকল্প পরিচালক আসফুদ্দৌলা উপস্থিত ছিলেন।
Leave a Reply