October 30, 2024, 9:26 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডঙ্গায় বিপুল পরিমান রেকটিফাইট স্পিরিটসহ সৌরভ দাস (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার খুদিয়াখালী গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ৩শ’ লিটার রেকটিফাইট স্পিরিটসহ তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এসময় তার ঘর থেকে ১শ’ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়। অভিযানের সময় সৌরভ দাসের স্ত্রী অরতি দাস কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত সৌরভ দাস খুদিয়াখালী শ্মশানঘাট পাড়ার তপন দাসের ছেলে ও এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারি পরিচালক মোহাম্মদ শরিয়তউল্লাহ জানান, দুপুরে মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমানের সহযোগীতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিদর্শক আবুল কালাম আজাদ ও উপ সহকারি পরিদর্শক সাহারা ইয়াছনি সঙ্গীয় ফোর্স নিয়ে খুদিয়াখালী শ্মশানপাড়ায় সৌরভ দাসের বাড়িতে অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সৌরভ দাসকে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে সৌরভ দাসের স্ত্রী অরতি দাস পালিয়ে যায়। পরে সৌরভ দাসের স্বীকারোক্তিতে তার ঘরে তল্লাশি চালিয়ে ৩শ’ ৫০ লিটার রেকটিফাইট স্পিরিট ও ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত সৌরভ দাসকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে।
Leave a Reply