December 22, 2024, 12:30 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় শালা ও দুলাভাই নিহত হয়েছেন। বুধবার সকালে ভেড়ামারা বারোমাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলো যশোর জেলা পাঁচবাড়ীয়া এলাকার আবুল হোসেনের ছেলে ড্রাইভার মো. রাশেদ (৩৬) ও একই এলাকার খয়ের উদ্দিনের ছেলে হেলপার মো. ইয়ামিন (৩২)। তারা সম্পর্কে দুলাভাই ও শালা। ভেড়ামারা থানার ওসি শাহা জালাল এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সকাল ৫.২০ মিনিটের সময় যশোর থেকে আসা একটি পিক আপ ভ্যান ভেড়ামারা বারোমাইল নামক স্থানে রাস্তার পাশে রেখে গাড়ীর ভিতর এর চালক ও হেলপার ঘুমিয়ে পড়েন। উল্টোদিক পাবনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপেন সঙ্গে ধাক্কা দেয়। এতে পিকআপে ঘুমন্ত দু’জনই ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের মরদেহ উদ্ধার করে।
এদিকে, কুষ্টিয়া মিরপুর নওপাড়ায় ড্রাম ট্রাকের চাপায় চাদু প্রামানিক (৫৮) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। আজ সকালে মিরপুর নওপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইটভাটা শ্রমিক চাদু আলী মল্লিক পৌরসভার নওপাড়া মহল্লার মৃত আজিজুল ইসলাম মল্লিকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ভোরে চাদু বাইসাইকেল যোগে ভাটায় যাচ্ছিলো। এ সময় কুষ্টিয়াগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলের তার মৃত্যু হয়। এঘটনায় পরে বিক্ষুব্ধ জনগণ রাস্তা অবরদ্ধ করে ৩টি ড্রাম ট্রাক ভাংচুর করেন।
ড্রামের মতো চারিদিকে আটকানো এসব ট্রামে বালু এবং মাটি বহণ করা হয়। মহাসড়কে বেপরোয়া চলাচল করে শক্তিশালী ইঞ্জিনের এসব ট্রাক।
মিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল থেকে নিহত চাদু প্রামানিকের লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, সকালে জুগিয়া বালির ঘাট থেকে আসছিলো ওই ড্রাম ট্রাক। পুলিশ ড্রাম ট্রাক বা তার চালককে আটক করতে পারেনি। তদন্ত সাপেক্ষে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা বলে জানান তিনি।
Leave a Reply