December 23, 2024, 1:14 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, দলীয় মনোনীত প্রার্থীর বাইরে গিয়ে বা বিদ্রোহী হয়ে যেসব আওয়ামী লীগ নেতারা নির্বাচনে অংশ নিচ্ছেন ভবিষ্যতে তারা আর দলীয় মনোনয়ন পাবেনা, দলের গুরুত্বপূর্ণ পদ পদবীও পাবে না। এর জন্য তালিকা করা হচ্ছে। রবিবার দুপুর ১২টায় কুষ্টিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে করোনা পরিস্থিতি মোকাবেলায় টিকাদান সম্পর্কিত জনসচেতনতা সৃষ্টি ও কলেজের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, প্রত্যেকটা নির্বাচনের ফলাফল প্রমাণ করে মানুষ শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতির পক্ষে। এই মুহূর্তে শেখ হাসিনা দেশের মানুষের একমাত্র আশা ভরসার স্থল। আর বিএনপি এই সরকারের বিরুদ্ধে নালিশ করা ছাড়া কিছুই বলেনা। বাংলাদেশ এখন বিশে^র দ্রুত অগ্রসরমান উন্নয়নশীল দেশের মধ্যে তৃতীয় স্থানে। বিএনপি এসব বলেনা, দেখেও না। এরা মানসিকভাবেই অন্ধ।
করোনার ভ্যাকসিন নিয়ে হানিফ বলেন, ভ্যাকসিনের বিরুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথাবার্তা বলে অত্যান্ত অরুচি ও নি¤œমনের পরিচয় দিয়েছেন। ভ্যাকসিন এসে গেছে, এখন কে আগে নেবে, পরে নেবে এটা নিয়ে কথা হচ্ছে। নিজে না নিয়ে অমুক নেবে, তমুক নেবে এসব বলে মির্জা ফখরুল অত্যন্ত নিচু রাজনীতিক মনের পরিচয় দিয়েছেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী মনজুর কাদির।
Leave a Reply