October 30, 2024, 7:33 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, মিরপুর/
কুষ্টিয়ায় নিখোঁজের ১০ দিন পর জাহাবুল (২২) নামে এক ট্রলি চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মিরপুর তালবাড়িয়া বালুর ঘাটে বালু চাপা দেয়া ছিল তার লাশ। জাহাবুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের শাকদহচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তালবাড়ীয়ার ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডলের বালির গাদাতে স্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং ট্রলি চালাতেন তিনি।
জানা যায়, জাহাবুল গত ১৯ জানুয়ারি ট্রলি নিয়ে সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামে জসিমের ইট ভাটায় মাটি কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে যাওয়ার পর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তাঁর ভাই মাহাবুল ইসলাম গত ২৪ জানুয়ারি মিরপুর থানায় নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি করেন। যার নং-৯৭০।
মরিপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা গোলাম মোস্তফা জানান, শুক্রবার সকাল আনুমানিক ৯ টার সময় তালবাড়ীয়া পুরাতন বালিঘাট চত্বরের বালির গাদির উপর থেকে পচাঁ গন্ধ পান শ্রমকিরা। এরপর অজ্ঞাত একজনের লাশ বালি চাপা অবস্থায় পড়ে থাকতে দখেনে। পরে খবর পেয়ে পুলশি এসে লাশ উদ্ধার করে।
Leave a Reply