December 22, 2024, 10:23 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, রাজবাড়ী/
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় গত রাত ২টা থেকে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে যানবাহনসহ আটকা পড়ে দুটি ফেরি। সকালের দিকে ধীরে ধীরে সেগুলো ঘাটে আসে।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দুইপাড়ে অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। প্রচন্ড শীতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এসব যানবাহনের যাত্রী ও চালকরা। ঘাট সূত্র জানিয়েছে, রাতে নদীর ওপর কুয়াশা চরম আকারে বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করা হয়।
তবে কখন চালু হতে পারে তা নিশ্চিত করে বলতে পারছেন না বিআইডব্লিউটিসি কর্মকর্তারা।
Leave a Reply