হুমায়ুন কবির, কুমারখালী/
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ভোট গ্রহণ কাল ১৬ জানুয়ারি শনিবার। ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিস সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
আজ শুক্রবার (১৫ জানুয়ারী) কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। শনিবার (১৬ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কুমারখালী পৌর নির্বাচনে আওয়ামী লীগের সামসুজ্জামান অরুণ নৌকা মার্কা প্রতীক, বিএনপির আনিসুর রহমান লালু বিশ্বাস ধানের শীষ মার্কা প্রতীক । ২ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে ৯ টি কেন্দ্রে ১৮ হাজার ৯ শ’ ৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর মধ্যে পুরুষ ভোটার ৯৩১০ জন,নারী ভোটের সংখ্যা ৯৬৮০ জন। পৌরসভাটিতে আগামী ১৬ জানুয়ারীতে ৯ টি ভোট কেন্দ্রে ৫৮ টি ভোট কক্ষে ইভিএম এ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আক্তার বানু বলেন, পৌরসভায় মোট ৯টি ভোটকেন্দ্রের বিপরীতে ৯ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ৫৮ জন ও ১১৬জন পোলিং অফিসার দায়িত্বপালন করবেন।
প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স, স্যানিটাইজার ও বিভিন্ন মালামালসহ বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসাররা মালামাল নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে অবস্থান নিয়েছেন। ইতিমধ্যেই ৩ নং ওয়ার্ডে ১ জন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কুমারখালী থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।নির্বাচনের দিনে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন বলে জানান কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীবুল ইসলাম খান।
Leave a Reply