December 22, 2024, 5:39 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলমান মেগা প্রকল্পের উন্নয়ন কাজের অগ্রগতি দেখতে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ বেলায়েত হোসেন তালুকদার, অতিরিক্ত সচিব (পরিকল্পনা) কাজী মনিরুল ইসলাম ও উপসচিব আসমা নাসরীন সকালে ক্যাম্পাসে উপস্থিত হয়ে সরাসরি “ইসলামী বিশ^বিদ্যালয়ের অধিকতর উন্নয়ন ৩য় পর্যায় (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তারা পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ, রবীন্দ্র- নজরুল কলা ভবন, চিকিৎসা কেন্দ্র, মীর মশাররফ হোসেন ভবন, ডরমেটরি, ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ইত্যাদি চলমান মেগা প্রকল্পের ১০টি ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ সরেজমিনে দেখেন।
পরে প্রতিনিধিদলের সদস্যবৃন্দ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের সঙ্গে এক সৌজন্য সভায় মিলিত হন। প্রতিনিধিদল উন্নয়ন কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারঃ) এইচ এম আলী হাসান, প্রধান প্রকৌশলী (ভারঃ) আলীমুজ্জামান টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
ইবির বিভিন্ন বিভাগে অনার্স ও মাস্টার্স পরীক্ষা শুরু, উপাচার্যের হল পরিদর্শন
Leave a Reply