December 23, 2024, 12:55 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন
করোনা পরিস্থিতিতে ছোট করা হয়েছে এবারের মুজিবনগর দিবস। জনসমাগম না করে সামাজিক দুরুত্ব বজায় রেখে সংক্ষিপ্ত কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক এ দিবসটি।
শুক্রবার সকালের প্রথম প্রহরে ৫:৪০ মিনিটে ৩১ বার তপোধ্বনীর মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর সৃতিসৌধে প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য,অর্পন করেন জেলা প্রশাসক আতাউল গনি, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মুরাদ আলী।
এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেনের পক্ষে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি ও পুলিশ সুপার এসএম মুরাদ আলি।
পরে মুজিবনগর শেখ হাসিনা মঞ্চের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আতাউল গনি। পুলিশের একটি দল এসময় গার্ড অব অনার প্রদান করে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম,পুলিশ সুপার(সার্কেল) মুস্তাফিজুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম উপস্থিত ছিলেন।
পরে মেহেরপুর -২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল ,মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সদও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
Leave a Reply