December 24, 2024, 7:23 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় আরেকটি বেসরকারী বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে। বিশ্ববিদ্যালয়টি হবে বাউল সাধক ফকির লালন শাহের নামে।
ইতোমধ্যে এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) সরেজমিনে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাতে অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উ”চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার উপসচিব নাসরিন মুক্তির সই করা এক স্মারকে ইউজিসির চেয়ারম্যান বরাবর এ অনুরোধ করা হয়।
মিসেস ফৌজিয়া আলমকে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় নামে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত প্লট নম্বর ৬ ও ৭, হাউজিং স্টেট ৭০০০, কুষ্টিয়া।
Leave a Reply