December 22, 2024, 10:40 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইকের ধাক্কায় আলিফ হোসেন (৭) নামে শিশু নিহত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ হোসেন চিৎলা নতুন পাড়া গ্রামের জিয়ার আলির ছেলে ও চিৎলা দারুল আরকাম নুরানী মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয় আলিফ হোসেন। এসময় দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের চিৎলার মোড়ে রাস্তা পার হতে গেলে কার্পাসডাঙ্গাগামী দ্রুত গতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আলিফ। পরে ইজিবাইকটি আটক করে থানায় নেয় পুলিশ।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ঘটনার পর চালক পালিয়ে গেছে। নিহত আলিফের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply