December 23, 2024, 5:09 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বিদায়ী বছরে অন্যান্য ক্ষেত্রের মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনও হারিয়েছে তার অসংথ্য তারকা। ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবলসহ বেশ কয়েটি খেলার অনেক সাবেক তারকা পৃথিবী ছেড়ে চলে গেছেন বিদায়ী বছরে।
কয়েক বছর রোগভোগের পর ৩০ মে মারা যান জাতীয় দল ও আবাহনীর সাবেক খেলোয়াড় গোলাম রব্বানী হেলাল। ১৯৭৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত আবাহনীতে খেলা এ ফরোয়ার্ড মারা যান ৬৩ বছর বয়সে। পরের দিনই মৃত্যু সংবাদ হয়ে আসেন জাতীয় দলের আরেক সাবেক ফুটবলার এসএম সালাউদ্দিন। ১৪ জুন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান নব্বইয়ের দশকের মাঝমাঠের কৃতি ফুটবলার নুরুল হক মানিক।
বিদায়ী বছরে স্বাধীন বাংলা ফুটবল দলের দুইজন সদস্য ইন্তেকাল করেছেন। একজন লুৎফর রহমান ও অন্যজন নওশেরুজ্জামান।
করোনাক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে আইসিউতে থেকে ২১ সেপ্টেম্বর মারা যান স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক সদস্য নওশেরুজ্জামান। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি কেবল ফুটবলার হিসেবেই পরিচিত ছিলেন না, দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন জাতীয় পর্যায়েও।
ফুটবল অঙ্গনের অতি প্রিয়মুখ বাদল রায় মারা যান ২২ নভেম্বর।
১৯৭৭ সালে মোহামেডানের জার্সিতে ঢাকার ফুটবলে অভিষেক হয়েছিল বাদল রায়ের। ১২ জুন মারা গেছেন দেশের ফুটবলের একমাত্র ট্রিপল হ্যাটট্রিকম্যান ওয়াহিদুজ্জামান ময়না। এ বছরই ফুটবল হারিয়েছে দেশের অভিজ্ঞ, জনপ্রিয় ও আলোচিত রেফারি আবদুল আজীজকে। ফিফার সাবেক এ রেফারি প্রথমে হৃদরোগ ও পরে করোনায় আক্রান্ত হয়ে ৬৮ বছর বয়সে মারা যান ২৭ অক্টোবর। এ বছর দুইজন কিংবদন্তি ক্রিকেটারেরও মৃত্যু হয়েছে। একজন দেশের প্রথম বাঁ-হাতি স্পিনার রামচাঁদ গোয়ালা, অন্যজন এএসএম ফারুক।
১৮ সেপ্টেম্বর ৭৫ বছর বয়সে মারা যান সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক ম্যানেজার এএসএম ফারুক। দেশের হকির অন্যতম সেরা তারকা জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এহতেশাম সুলতান মারা গেছেন ১৭ আগস্ট। ১৯৬৮ থেকে ৭০ পর্যন্ত পূর্ব পাকিস্তান হকি দলের সদস্য ছিলেন তিনি।
সত্তর দশকে ট্র্যাক মাতানো অ্যাথলেট কাজী জাহেদা আলী মারা যান ৩০ এপ্রিল। ২৬ মে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কারাতে জাতীয় দলের কোচ হুমায়ুন কবীর জুয়েল।
বিদায়ী বছরে ক্রীড়াঙ্গন আরো যাদের হারিয়েছেন তারা হলেন- জাতীয় ভলিবল কোচ গোলাম রসুল মেহেদী, সংগঠক ও জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক সচিব এএইচএম সামসুল ইসলাম, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি আব্দুল মোনেম খান, কাবাডি ফেডারেশনের সাবেক সভাপতি সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা, আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক আবদুল হান্নান খান, মাহমুদুল হাকিম অপু ও মোস্তাক আহমেদ খান।
Leave a Reply