December 22, 2024, 8:53 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ঝাউদিয়া/
ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ ইমরান হোসেন (টিপু বিশ্বাস) হাতিয়া বাজারে মতবিনিময় ও গণসংযোগ করেছেন। শুক্রবার এ অনুষ্ঠানে টিপু বিশ্বাসের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম বক্তব্য রাখেন। তিনি বলেন, যুদ্ধ করে এই সোনার বাংলাকে পাকিস্তানের হাত থিকে ছিনিয়ে এনেছি। তরুন প্রজন্মের অহংকার আমার ছেলে ইমরান হোসেন টিপুকে নৌকার কান্ডারী হিসেবে দেখতে চাই। সেখানে আরো উপস্থিত ছিলেন, ঝাউদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাছুদ পারভেজ (সবুজ), বাংলাদেশ ছাত্র পরিষদের কুষ্টিয়া জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ রাসেল মাহামুদ, মোঃ সরিয়ত জদ্দার, মোঃ জহুরুল, মোঃ আমিন বিশ্বাস, মোঃ উকিল মন্ডল, ও মোঃ আব্দুর রশিদ। পরে তারা উদয়পুর তরুন প্রজন্মের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন। সেখানে টিপু বিশ্বাস স্থানীয়ভাবে সকল খেলাধূলার পৃষ্ঠপোষকতা করার প্রতিশ্রুতি দেন। বলেন, আগামি দিনে যুব সমাজের পাশে থাকতে চান। এলাকাবাসীর ভালবাসার মানুষ হয়ে, নৌকার কান্ডারী হতে চান তিনি। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক জনাম পেশকার।
Leave a Reply