December 31, 2024, 12:02 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় কুষ্টিয়াসহ ৬টি চিনিকলের আখ মাড়াই মৌসুম চালুসহ ৬ দফা দাবীতে শ্রমিক কর্মচারী ও আখচাষীরা সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া চিনিকলের প্রধান ফটকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবী তুলে ধরে বক্তব্য রাখেন কুষ্টিয়া চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, আখচাষী কল্যাণ সমিতির সভাপতি শাহাবুব রহমান প্রমুখ। নিজেদের মানবেতর জীবন যাপনের কথা উল্লেখ করে বক্তারা বলেন, অবিলম্ভে কুষ্টিয়া চিনিকলের চলতি মৌসুমের আখ মাড়াই শুরু করতে হবে, বন্ধ থাকা শ্রমিক কর্মচারীর ৯ মাসের বকেয়া বেতন ভাতা পরিষদ করতে হবে, শ্রমিক কর্মচারীদের ছাটাই বন্ধ করতে হবে, আখ চাষীদের পাওনা অর্থ পরিষদ করতে হবে।
কৃষকরা চরম লোকসানে পড়বে উল্লেখ করে এখানকার আখ অন্য চিনিকলে দেওয়া বন্ধ করারও দাবী তোলেন তারা। এসব দাবী আদায় না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষনা দেন তারা।
এসময় কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও চিনিকলের শ্রমিক কর্মচারী এবং আখচাষীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল ২৫ ডিসেম্বর চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু কথা থাকলেও পাহাড় সমান লোকসান আর দেনার দায়ে সরকার ২ ডিসেম্বর কুষ্টিয়াসহ দেশের ৬টি চিনিকলের আখমাড়াই কার্যক্রম বন্ধ ঘোষনা করেন। এর পর থেকেই মিল চালুর দাবীতে আন্দোলন করে আসছে শ্রমিকরা।
Leave a Reply