December 21, 2024, 8:26 pm
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার গবরগাড়া গ্রামের জেবিএম ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা ও ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে জিসান ব্রিক্স ম্যানুফ্যাকচার (জেবিএম) ইটভাটায় অভিযান চালায় সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ইটভাটার লাইসেন্স ছাড়াই ইট পোড়ানোর দায়ে ওই অর্থদÐাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইসরাত জাহান।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গবরগাড়া গ্রামের বাচ্চু সরকারের ছেলে আবু জাফর সেকেন্দার আবাদি জমিতে ইটভাটা তৈরি করেন। জিসান ব্রিক্স ম্যানুফ্যাকচার (জেবিএম) নামে ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের লাইসেন্স না নিয়েই ইট পোড়ানো শুরু করেন তিনি।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স না নিয়ে এবং নিয়মনীতি উপেক্ষা করে ইট পোড়ানোর দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন (২০১৩) এর ১৪ ধারায় ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময় ইটভাটা বন্ধের নির্দেশ দিয়ে ইটভাটার সকল যন্ত্রাংশ দ্রæত অপসারণের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগীতা করেন ভ‚মি অফিসের অফিস সহায়ক আরিফ হোসেন ও তিতুদহ ক্যাম্প পুলিশ।
Leave a Reply