December 22, 2024, 2:53 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া দবির মোল্লার রেলগেট এলাকায় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে বাউল সম্রাট ফকির লালন শাহের ম্যুরালের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করেছে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।
২৩ ডিসেম্বর ছেঁউড়িয়া দবির মোল্লার রেলগেট এলাকায় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহা সড়কের পাশে স্থাপিত বাউল সম্রাট ফকির লালন শাহের ম্যুরালের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু।
আর কুষ্টিয়া শহরের বাউল সম্রাট লালন শাহের মাজারের প্রবেশপথে ছেঁউড়িয়া দবির মোল্লার রেলগেট এলাকায় লালন সাঁইজির স্মৃতি বিজড়িত ম্যুরালে নির্মাণ করেছেন কুমারখালী উপজেলা পরিষদ।
Leave a Reply