January 5, 2025, 7:21 pm
আব্দুল আলিম, ভেড়ামারা/
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে তিনজন মেয়র প্রার্থীর কাগজপত্র বৈধ ঘোষণা এবং দুইজন মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছে।
মঙ্গলবার ভেড়ামারা উপজেলা মিলানায়তন হলরুমে রিটার্নিং অফিসার ও উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ মেয়র প্রার্থী’র যাচাই-বাচাই কার্যক্রম শুরু করেন। এসময় ৫ জন মেয়র প্রার্থীর মধ্যে ৩ জনের কাগজপত্র বৈধ ঘোষণা করেন আর দুইজন মেয়র প্রার্থীর কাগজপত্র ঠিক না থাকায় তাদের মনোনয়ন পত্র বাতিল করেন তারা। মেয়র প্রার্থী হিসাবে মনোনয়নে বৈধতা পেলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রার্থী আনোয়ারুল কবির টুটুল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী শামীম রেজা। মেয়র প্রার্থী হিসাবে মননোয়নপত্র বাতিল হলো বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী হাবিবুল্লাহ বেলালী ও স্বতন্ত্র প্রার্থী সোলায়মান চিশতির। এছাড়া ২৮ কাউন্সিলর ও ১০ মহিলা কাউন্সিলর প্রার্থী হিসাবে মনোনয়নে বৈধতা পেয়েছেন।
Leave a Reply