December 22, 2024, 4:35 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়ায় ইউনিয়নের হালসায় ছলেমান হোসেন (২৮) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ৯টার দিকে হালসা দরগার মাঠ থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত ছলেমান হালসা গ্রামের ভাদু আলির ছেলে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, আজ মঙ্গলবার সকালে এলাকাবাসী হালসা দরগার মাঠে ছলেমানের গলাাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। কি কারনে কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্তের পরেই বিস্তারিত জানা যাবে। ছলেমান বাবার সাথে কৃষি কাজ করতেন জানিয়ে ওসি আরো বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Leave a Reply