December 22, 2024, 8:28 pm
এসএম শামীম রানা/
এবার দুস্কৃতিদের থাবায় উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতিনের ভাস্কর্য। যতিনের ভাস্কর্যের মুখে ও নাকে ক্ষতি সাধন করেছে দুবৃত্তরা। এটি কুষ্টিয়ার কুমারখালীর কয়া গ্রামে অবস্থিত।
বৃহস্পতিবার রাতে কোন এক সময় এই ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আজ (শুক্রবার) সকালে বিষয়টি ধরা পড়ে।
কুমারখালীর কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা যুব লীগের সাদারন সম্পাদক জিয়াউল হক স্বপন ঘটনার সত্যত া নিশ্চিত করেছেন।
তিনি জানান যতিনের ভাস্কর্যটি কয়া গ্রামের কয়া কলেজে স্থাপিত। এটি ভারতীয় ত্রিপুরা প্রদেশের গর্ভণর শ্রী তথাগত রায় ২০১৬ সালে উদ্ধোধন করেছিলেন।
কুমারখালী থানার অফিসার ইনর্চাজ জহুরুল ইসলাম জানান পুলিশ এই ঘটনার পেছনে দোষীদের খুঁজে বের করতে ইতোমধ্যেই অভিযান শুরু করেছে।
পুরো নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় হলেও তিনি ইতিহাসে বাঘা যতিন নামে পরিচিত। ভারতে ব্রিটিশ-বিরোধী সশস্ত্র আন্দোলনের তিনি ছিলেন রুপকার।
তার জন্ম ১৮৭৯ সালে বর্তমান ঝিনাইদহ জেলায় হলেও তিনি বেড়ে উঠেন কুষ্টিয়া জেলার কুমারখালীর কয়া গ্রামে তার নানা বাড়িতে।
মাত্র ৩৫ বছর বয়সে ১৯১৫ সালে তিনি বৃটিশ পুলিশের সাথে যুদ্ধে গুরুতর আহত হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Leave a Reply