December 22, 2024, 7:35 pm
আব্দুল আলিম, ভেড়ামারা/
কুষ্টিয়ার ভেড়ামারায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর ভোর ৬টা ৪০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।
উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন, পুলিশ, বাংলাদেশ আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, ভেড়ামারা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পারষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারন সম্পাদক আরিফুজ্জামান লিপটনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
Leave a Reply