December 22, 2024, 7:43 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, দৌলতপুর/ কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা প্রতিহতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর থানার ওসি জহুরুল আলম, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন, আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ, আল্লারদর্গা বায়তুন নুর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. ফিরোজুল আলম ও আল্লারদর্গা ইদ্রিস আলী বিশ্বাস ইসলমিয়া মাদ্রাসার মুহতামি মাওলানা মো. শামসুল হক।
উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা প্রতিহতকরণে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেক, ফয়সাল ওয়াজেদ দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. ইলিয়াস হোসেন, উপজেলা জামে মসজিদের ঈমাম মাওলানা মো. আব্দুল জলিল, শিক্ষক পারভীন আক্তার, মাহবুবুর রহমান ও রেজাউল করিম। মতবিনিময় সভা পরিচালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. কামাল হোসেন।
Leave a Reply