December 23, 2024, 2:35 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় করোনায় ২৪ ঘন্টায় আরো ১ জনের মৃত্যু হযেছে। নতুন আক্রান্ত হয়েছে ১২ জন। মৃতের বাড়ি জেলার মিরপুর উপজেলায়।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪ ডিসেম্বর মোট ১৮০ নমুনা পরীক্ষা হয় (কুষ্টিয়া ১২৩, চুয়াডাঙ্গা ৩২, ঝিনাইদহ ১৯ ও মেহেরপুর ৬)। এদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৯ জন, কুমারখালী উপজেলার ২ জন এবং দৌলতপুর উপজেলার ১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়।
অন্যদিকে, চুয়াডাঙ্গা জেলার ৪ জন, ঝিনাইদহ জেলার ১ জন ও মেহেরপুর জেলার ১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার ১ জন ও মেহেরপুর জেলার ১ জন রোগীর ফলোআপ রিপোর্ট পজিটিভ।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৯ জনের ঠিকানাঃ আড়ুয়াপাড়া ১ জন, থানা পাড়া ৩ জন, কেজিএইচ ৩ জন, আমলা পাড়া ১ জন ও মজমপুর ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ সোনালী ব্যাংক ২ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ দিঘলকান্দি ঝাউদিয়া ১ জন।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৭০৭ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৫০৩ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮৬ জন।
Leave a Reply