December 22, 2024, 7:57 pm
গত ৯ ডিসেম্বর ২০২০ দৈনিক কুষ্টিয়ায় প্রকাশিত ‚ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে শো‘কজ“ শিরোনামে সংবাদটির এক অংশে ক্যালেন্ডার মুদ্রণ কমিটির সদস্য হিসেবে প্রেস প্রশাসক হিসেবে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামালের নাম ছাপা হয়েছে। তিনি এ অংশের প্রতিবাদ করে জানিয়েছেন উল্লেখিত এই ক্যালেন্ডার মুদ্রণের সাথে কোন ভাবেই তিনি জড়িত নন। এই কাজটি বর্তমান প্রশাসন জনসংযোগ অফিস এর মাধ্যমে করার নির্দেশ দিয়েছেন বলে তিনি অবগত হয়েছেন। কমিটির সদস্য হিসেবে তিনি কোন পত্রও পাননি এবং ক্যালেন্ডার মুদ্রণ বিষয়ক কোন মিটিংও করেননি। সংবাদে যে তথ্য (কমিটির ব্যাপারে) উপস্থাপন করা হয়েছে তা বিভ্রান্তমূলক এবং এই সংবাদ তার ব্যাক্তিগত অবস্থানকে ক্ষতিগ্রস্থ করেছে বলে তিনি মনে করেন। তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
Leave a Reply