December 22, 2024, 8:00 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফকে শো’কজ করা হয়েছে। জানা গেছে গত ৭ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সালের ক্যালেন্ডারে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ রাসেলের নাম ও নামের বানান ভুলসহ উপাচার্যকে চুড়ান্তকরণের জন্য উপস্থাপন করেন।
উপাচার্য অফিসের উপ-রেজিস্ট্রার আইয়ূব আলীর আদিষ্ট হয়ে স্বাক্ষরিত পত্রে আব্দুল লতিফকে ৭ কর্ম দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
পত্রে জানাগেছে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সালের ক্যালেন্ডারে বর্ডারের রং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাসেলের নাম ও নামের বানানে ভুলসহ উপাচার্যকে চুড়ান্তকরণের জন্য উপস্থাপন করেন। পত্রে বলা হয় এটা অনভিপ্রেত। এটা কেন হলো রেজিস্ট্রারকে তার জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য,বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সালের ক্যালেন্ডারে মুদ্রণের জন্য একটি কমিটি রয়েছে। কমিটিতে আহবায়ক রয়েছে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক জাকারিয়া রহমান ও প্রেস প্রশাসক প্রফেসর ড. আবু হেনা মোস্তফা জামাল ও সদস্য সচিব হিসেবে আছেন জনসংযোগ অফিসের উপ পরিচালক আতাউল হক।
এদিকে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পুরো বিশ্ববিদ্যালয়ের জুড়ে। সমালোচনা করা হচ্ছে এ ঘটনার।
এ বিষয়ে বিশ^বিদালয় কর্মকর্তা কমিটির সাধারণ সম্পাদক ও আন্ত বিশ^বিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোর্শেদুর রহমান বলেন এ ধরনের কাজ একটি চরম ধৃষ্টতা। তিনি ক্যালেন্ডার মুদ্রণের সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনার দাবি জানান।
Leave a Reply