December 22, 2024, 7:32 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে পারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় ৭ শতাধিক যানবাহন। এছাড়া ঘন কুয়াশায় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে কয়েকটি ফেরি।
রোববার দিবাগত মধ্য রাত থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া প্রান্তে প্রায় সাড়ে ৩শ যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড়ের সড়কে প্রায় সাড়ে ৩শতাধিক পণ্যবাহী ট্রাক সিরিয়ালে আটকা পড়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম তারা কুয়াশার ঘনত্ব কমার অপেক্ষা করছেন।
Leave a Reply