December 22, 2024, 3:30 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় সাংবাদিকদের উপর হামলা ও মারধরের ঘটনায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাদ আহমেদের বিরুদ্ধে হামলার শিকার দীপ্ত টেলিভিশনের জেলা সংবাদদাতা দেবেশ চন্দ্র সরকার বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।
এজাহারে বলা হয়েছে শনিবার রাত নয়টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় ছাত্রলীগের একটি মিছিল চলছিল। মিছিল থেকে নেমে ছাত্রলীগের কুষ্টিয়া জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক সাদ আহমেদসহ আসামিরা মোটরসাইকেলে করে হকিস্টিক ও লাঠিসোঁটাসহ এসবি কাউন্টারে কাউন্টারে ভাঙচুর চালাচ্ছিল। এ সংবাদ পেয়ে সাংবাদিক দেবেশ চন্দ্রসহ সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে যান। এ সময় দীপ্ত টেলিভিশনের ক্যামেরাম্যান সেই দৃশ্য ধারণ করতে থাকেন। সাদ আহমেদ সংবাদ সংগ্রহে বাধা দেন। এসময় দেবেশ ও তার ক্যামেরাম্যানকে মারধর করা হয়।
সাংবাদিক দেবেশ চন্দ্র ও ক্যামেরাম্যান হার“ন উর রশীদকে আহত অব¯’ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জর“রি বিভাগে নেওয়া হয়। হার“ন হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য কুষ্টিয়া-ঢাকা চলাচলকারী এসবি পরিবহন কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া আসনের সাবেক বিএনপির সংসদ সদস্য সোহরাব উদ্দিনের ছোট ভাই সিহাব উদ্দিনের।
ঘামলার ঘটনায় সাদ আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫ থেকে ২০ জনকে।
সাদের সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
Leave a Reply