December 22, 2024, 2:18 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে ব্যাপক ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে কে বা কারা এ দুস্কর্মটি করে।
শনিবার দুপুরে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন রাতে দুর্বৃত্তরা বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যটির ডান হাত কুনুই পর্যন্ত ভেঙে ফেলেছে। হাতুড়ি দিয়ে মুখবিকৃত করে দিয়েছে।
পুলিশ সুপার জানান ইতোমধ্যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শিগগির তাদের আইনের আওতায় আনা হবে।’
কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান গত ১২ অক্টোবর শহরের পাঁচ রাস্তার মোড়ে একই স্তম্ভের উপর বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হয়। তিনটি ভাস্কর্য হবে সাইড বাই সাইড। পুরো স্তম্ভটি হবে পাঁচটি রাস্তার সংযোগস্থলে।
ভাস্কর্যের নিচে চারদিক জুড়ে থাকবে জাতীয় চার নেতার পোর্টেট। কুষ্টিয়া পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মিত হবে এটি। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা। ১২ অক্টোবর থেকে কাজ শুরু হয়েছে।
কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন এই ন্যাক্কারজনক কাজের সাথে জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে। তিনি অভিযোগ করেন যারা সম্প্রতি দেশজুড়ে ভাস্কর্যের বিরোধীতা করছে তাদরেই অনুচরেরা এই কাজ করেছে।
Leave a Reply