December 22, 2024, 3:37 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন লালনের ধর্মীয় কুসংস্কার বিরোধী, জাত-পাত ও প্রথাবিরোধী চিন্তাধারা বর্তমান বিক্ষুব্ধ সমাজকে পথ দেখাতে সক্ষম। তিনি লালনের চিন্তাধারাকে ধারন ও পালনের জন্য উদ্যোগী হবার আহবান জানান।
দোরাইস্বামী একটি ছোট দল নিয়ে শুক্রবার ছেঁউরিয়াস্থ লালন মাজারে এক সংক্ষিপ্ত পরিদর্শনে এ কথা বলেন। এর আগে তিনি শিলাইদহ কুঠিবাড়ি পরিবভ্রমণ করেন এবং সেখানে কুঠিবাড়িতে ভারতীয় অর্থ সহায়তায় নির্মিত কয়েকটি স্থাপনার কাজের অগ্রগতি দেখেন। সেখান থেকে তিনি লালন মাজারে আসেন।
তিনি মহাত্মা লালনের মাজারে কিছু সময় কাটান। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। লালন স্থানীয় শিল্পীদের কন্ঠে গান শোনেন।
দোরাইস্বামী বলেন লালনের অসাম্প্রদায়িক গান এখন একটি বিশেষায়িত একটি দর্শনের সাথে তুলনীয়। তার চিন্তাধারা বহুলাংশে বর্তমান সময়ে সিনক্রিটিজম ধারার প্রতিনিধিত্ব করে। যদিও তিনি ধর্মে ধর্মে সমন্বয়ের কথা বলেননি। তবে ধর্মে ধর্মে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন। তার সকল বাণীর মূলসুর ছিল ইন্টারফেইথ রিলিজিওন।
এসময় তার সাথে ছিলেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না, রাজশাহীর সহকারী হাই কমিশনার সনজিভ কুমার ভাট্রি ও ভারতীয় দূতাবাসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ। উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ানম্যান আতাউর রহমান আতা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অতিকুর রহমান, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও চিকিৎসক আমিনুল হক রতন, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা অজয় সুরেকা, বিশিষ্ট সাংবাদিক, লেখক, গবেষক, দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান।
মি: দোরাইস্বামী লালন মাজারের জন্য একটি স্বয়ংক্রিয় স্যানটাইজার মেশিন, কুষ্টিয়া পুলিশের জন্য মাস্ক উপহার দেন।
সর্বশেষে তিনি বলেন তিনি সময় পেলে লালন মাজারে আবার আসবেন।
Leave a Reply