December 22, 2024, 1:47 pm
জহির রায়হান সোহাগ. চুয়াডাঙ্গা/
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সংক্রমণের শুরু থেকেই মাঠ পর্যায়ে কাজ করে আসছে চুয়াডাঙ্গা প্রশাসন। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। তবুও থেমে থাকেন নি তারা।লকডাউন শতভাগ নিশ্চিত করতে দিনরাত কাজ করেছেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। শতভাগ লকডাউন নিশ্চিত করতে জীবনের ঝুঁকি নিয়েছেন তারা। কোভিড-১৯ এর সংক্রমণরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে নিয়মিত প্রচার প্রচারণার পাশাপশি করেছেন মাস্ক বিতরণ। দিয়েছেন ত্রাণ। বসে থাকেনি পুলিশও।
এই শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় ক্যাম্পেইনে।
আজ বৃহস্পতিবার দুপুরে দর্শনা বাসস্ট্যান্ডে ওই কার্যক্রম শুরু করে দামুড়হুদা উপজেলা প্রশাসন। এসময় মাস্ক পরিহিত পথচারীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান। স্বাস্থ্যবিধি মানায় তাদের উৎসাহিত করতে ওই পদক্ষেপ বলে জানান তিনি। তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে প্রশাসন। নিয়মিত ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে। বিতরণ করা হচ্ছে মাস্ক। যারা স্বাস্থ্যবিধি মানছেন না, তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে করা হচ্ছে জরিমানা। ওই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সচেতনতামূলক ক্যাম্পেইন চলাকালীন স্বাস্থ্যবিধি অমান্য, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হেলমেট পরিধান না করার অপরাধে ২৪ জনকে ২ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালতে। সতর্কতার পাশাপাশি বিতরণ করা হয় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম মাস্ক ও লিফলেট। যানবাহন ও দোকানে লাগানো হয় ‘নো মাস্ক, নো সার্ভিস’ ‘নো মাস্ক, নো শপিং’ লেখা সংবলিত স্টিকার।
Leave a Reply