December 22, 2024, 6:38 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক: কুষ্টিয়ায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার খোকসা উপজেলার কাদিরপুর গ্রামে আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টার দিকে। হত্যার পরপরই পুলিশ অভিযুক্ত খুনি প্রদীপ কুমারকে গ্রেপ্তার করে। প্রদীপ নিহতের সৎ মামা। নিহতের নাম পুস্পিতা দাস পূজা (১৫)। সে কালীচরণ দাশের মেয়ে।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, স্থানীয় শোমসপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পূজা তার ঘরে পড়াশুনা করছিল তখন তার প্রদীপ ঘরে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে দেয়। পূজার চিৎকার শুনে, তার মা রেখা রানী রান্নাঘর থেকে ঘরে এসে রক্তার্ক্ত পুজাকে দেখতে পান। কিছু পরেই ঘটনাস্থলে পূজা মারা যায়।
পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে প্রদীপকে ধরে ফেলেন। ৫ টার দিকে একটি পুলিশ দল ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
ওসি জানান, বিকেল সাড়ে ৫ টা নাগাদ এই প্রতিবেদন লেখার সময় প্রদীপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। ওসি জানিয়েছেন, হত্যার উদ্দেশ্য এখনও উদ্ধার করা যায়নি।
Leave a Reply