December 23, 2024, 1:48 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া সীমান্তে গত দুই দিনে মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ২টার দিকে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক জানান, বুধবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে মরারপাড়া মাঠ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫৬ বোতল মদ উদ্ধার করে বিজিবি। যার মূল্য প্রায় ৫৬ হাজার টাকা।
একই দিন ওই উপজেলার জয়পুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোক্তার হোসেনের নেতৃত্বে বিলগাথুয়া মাঠ এলাকায় অভিযান চালানো করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ এবং ৫৫ বোতল ফেনিসিডিল উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৬৩ হাজার টাকা।
গতকাল ২৪ নভেম্বর একই উপজেলার মহিষকুণ্ডি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে হাতিশালা মাঠে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ফেনিসিডিল উদ্ধার করে বিজিবি, যার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।
এ ছাড়াও গত ২৪ নভেম্বর একই দিন মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নাসির উদ্দিনের নেতৃত্বে মন্ডলপাড়া মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ এবং ৩৫ বোতল ফেনিসিডিল উদ্ধার করেন বিজিবি সদস্যরা। যার মূল্য প্রায় ৫৩ হাজার টাকা।
Leave a Reply