December 22, 2024, 3:03 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ভিজিডি’র (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাউল আত্মসাতের মামলায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এনামুল হক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সুত্রে জানা যায়, চেয়ারম্যান জামিরুল তার ইউনিয়নের রিফায়েতপুর গ্রামের রুবিনা খাতুনের নামে ভিজিডি কার্ড তৈরী করে ঐ কার্ডের বিপরিতে ২০১৯-২০২০ বছরের বরাদ্দ হওয়া সমুদয় সরকারী চাউল আত্মসাত করে দেন। প্রতিমাসে মাসে ৩০ কেজি চাল বরাদ্দ ছিল।
বিষয়টি টের পেয়ে ঐ নারীর ভাই মুন্না হোসেন চলতি মাসের ১৭ তারিখে একই আদালতে চেয়ারম্যানকে আসামী করে মামলা দায়ের করেন। আদালত ২৪ ঘন্টার মধ্যে দৌলতপুর থানাকে এ বিষয়টি মামলা হিসেবে গ্রহন করার নির্দেশ দেন। থানা ঐ দিনই মামলাটি গ্রহন করে।
এ মামলায় ২৪ নভেম্বর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন জামিরুল। আদালত জামিন নামুঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
Leave a Reply