December 22, 2024, 9:43 pm
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক শিশুসহ তিন জন বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার ভোরে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের ৬১ নং মেইন পিলার এবং ৯ নং সাব পিলারের থেকে ১শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৃত্তিপাড়া মাঠে মেহগনি বাগানের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পূর্ব চিপাবারইলাখী গ্রামের মৃত ইমাম হাওলাদারের ছেলে রাজ্জাক হাওলাদার (২৯), তার স্ত্রী সুমনা আক্তার (২৪) এবং তাদের ২ মাসের শিশু কন্যা জয়া আক্তার। আটককৃতদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মোহাম্মদ মেহেদী হাসান খাঁন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কয়েকজন অবৈধভাবে বেনীপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বেনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। এসময় বৃত্তিপাড়া মাঠে মেহগনি বাগানের ভেতর থেকে এক শিশুসহ তিন বাংলাদেশীকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করে তাদের সোপর্দ করেছে বিজিবি।
Leave a Reply