December 22, 2024, 9:19 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুরের চামনাই গ্রামের আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসাপাতালে বিপরীতে ভাই ভাই স্টোরের সামনে থেকে ২১৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি দল ১৮ নভেম্বর দুপুর ১ টায় এ অভিযান পরিচালনা করেন। গেস্খফতারকৃতের নাম মোঃ সোহেল রানা কায়েস (৩২)। তিনি চামনাই গ্রামের মৃত- তৈয়ব আলী মালিথার ছেলে। পরে তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।
Leave a Reply