December 22, 2024, 9:41 pm
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার পৃথক স্থানে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। আজ বুধবার দুপুরে জেলার আলমডাঙ্গায় আলমসাধু (শ্যালো ইঞ্জিন চালিত যান) ও পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষে আলমগীর বিশ্বাস (৫৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আলমসাধু চালক ফিরোজ আলী ও গরু ব্যবসায়ী আশরাফুল হক। তাদের বাড়ি কুষ্টিয়ার পশ্চিম আব্দালপুরে। কুষ্টিয়া থেকে আলমডাঙ্গা পশুহাটে গরু বিক্রি করতে আসার সময় আলমডাঙ্গার কালিদাসপুরে দুর্ঘটনার কবলে পড়েন তারা। আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে, চুয়াডাঙ্গায় খুলনা থেকে পার্বতীপুরগামী রকেট ট্রেনে কাটা পড়ে শাহীন আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে পৌর এলাকার ফার্ম পাড়ায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলী পৌর এলাকার হক পাড়ার মঙ্গল শেখের ছেলে।
পৃথক দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Leave a Reply