December 23, 2024, 7:18 am
দৈনিক কুষ্টিয়া আর্ন্তজাতিক ডেস্ক/
ডোনাল্ড ট্রাম্পের করা ভোট কারচুপির অভিযোগ শেষ পর্যন্ত খারিজ করে দিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। তারা ‘এ নির্বাচরকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সুরক্ষিত নির্বাচন’ বলে দাবি করেছেন।
ওদিকে ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবারও এক টুইট বার্তায় তিনি দাবি করেন, বিভিন্ন অঙ্গরাজ্যে তার ২৭ লাখ ভোট চুরি করা হয়েছে। যদিও ২১৭টি ইলেকটোরাল ভোট পাওয়া ট্রাম্প এখন পর্যন্ত বাইডেনের চেয়ে অন্তত ৫০ লাখ ভোটে পিছিয়ে রয়েছেন।
৩ নভেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনের চূড়ান্ত ও সরকারি ফল এখনো ঘোষিত হয়নি। তবে, অ্যারিজোনায় জয় নিশ্চিত করে বাইডেন তার অবস্থান আরও দৃঢ় করেছেন। অ্যারিজোনায় ১১টি ইলেকটোরাল ভোট জিতে নিয়েছেন তিনি। এ নিয়ে বাইডেনের ঘরে ২৯০ ইলেকটোরাল ভোট রয়েছে। ট্রাম্পের রয়েছে ২১৭টি ইলেকটোরাল ভোট। অ্যারিজোনায় সর্বশেষ ১৯৯৬ সালে ডেমোক্র্যাট প্রার্থী বিল ক্লিনটন বিজয়ী হন।
এদিকে বাইডেনের বিজয় নিশ্চিত হওয়ার প্রায় এক সপ্তাহ পর তাকে অভিনন্দন জানিয়েছে চীন। অভিনন্দন জানিয়েছে দেশটির প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও।
Leave a Reply