December 23, 2024, 7:37 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া শহরের মজমপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজনের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলের অপরযাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার মেহেরপুর জেলার গাংনী উপজেলার শহররা গ্রাম থেকে দু’জন মোঃ আক্কাস আলী (৬০) ও শহররা ইউপি মেম্বার মোঃ ইকবাল (৫৫) মটরসাইকেল যোগে কুষ্টিয়া আসেন দাওয়াত খাওয়ার জন্য। কুষ্টিয়া থেকে দাওয়াত খেয়ে মেহেরপুরের দিকে রওনা দেবার পথে বিকেল ৩ টার সময় কুষ্টিয়ার মজমপুর টি,এন,টি গেটের সামনে দুর্ঘটনায় পড়েন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থানেই মোঃ আক্কাস আলীর মৃত্যু হয়। অপর যাত্রী ইকবাল আহত হন। পুলিশ উদ্ধার করে মরদেহ ময়না তদন্তের জন্য জেলারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। আহত অপর জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Leave a Reply