December 23, 2024, 7:47 am
দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক/
ম্যারাডোনার বিরুদ্ধে অতিরিক্ত মদ পানের অভিযোগ নতুন কিছু নয়। যার জেরে বহুবার অসুস্থও হয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি। বহুবার আইনি জটিলতায়ও পড়তে হয়েছে। তবু মাদক নির্ভরতা কমাতে পারেননি ফুটবলের রাজপুত্র। তাই শেষমেশ তাকে রিহ্যাবে ভর্তি করার সিদ্ধান্ত নিলেন তার চিকিৎসক লুক। তিনি বলছিলেন, ‘আমাদের সবসময় তার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হচ্ছে।
মদপানের কারণে তাকে ১৯৯৪ বিশ্বকাপ পর্যন্ত খেলতে দেয়া হয়নি। মদ পানের কারণে অসুস্থ হওয়ার ফলে তাতে কত বার যে হাসপাতালে যেতে হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই।
এবার তিনি অসুস্থ্য হন নিজের ৬০তম জন্মদিন পালনের কয়েকদিন পরই। তাড়াতাড়ি হাসপাতালে নেয়া হয় তাকে। প্রথমে শোনা গিয়েছিল, ম্যারাডোনা হৃদরোগে আক্রান্ত হয়েছে। তার শরীরে করোনার প্রভাবও রয়েছে। সে সব গুজব উড়িয়ে দিয়ে তার চিকিৎসক লিপোলদো লুক জানান, ম্যারাডোনার শরীরে করোনার কোনো লক্ষণ পাওয়া যায়নি। তিনি হৃদরোগেও আক্রান্ত হননি। তার অসুস্থতা ততটা গুরুত্বপূর্ণ নয়। আসলে বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন তিনি। তাকে গ্রাস করেছে অবসাদ। যার প্রভাব পড়ছে তার শরীরের ওপরও।
Leave a Reply