December 28, 2024, 9:40 pm
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে জুয়েল রানা নামে এক যুবককে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ওই অভিযান চালায় দুদকের কুষ্টিয়া সমন্বিত কার্যালয়ের একটি দল। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই যুবকের ১ মাসের কারাদণ্ড দেন। কারাদণ্ডপ্রাপ্ত জুয়েল রানা (৩০)পৌর এলাকার বেলগাছি মুসলিমপাড়ার আশু স্বর্ণকারের ছেলে।
কুষ্টিয়া দুদকের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আলমগীর হোসেন ও সহকারি উপ-পরিচালক নাছরুল্লাহ হুসাইন জানান, সদর হাসপাতাল থেকে কৌশলে সরকারি ওষুধ উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সরকারি ওষুধসহ হাতে নাতে আটক করা হয় জুয়েল রানাকে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। কৌশলে সরকারি ওষুধ উত্তোলন ও গণউপদ্রব সৃষ্টি করার অভিযোগে অভিযুক্ত যুবককে দণ্ডবিধির ২৯১ ধারায় ১ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
Leave a Reply