December 30, 2024, 11:01 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
র্যাব-১২ কুষ্টিয়া এক অভিযানে বিদেশী পিস্তল, গুলি ও মাদকসহ ইমরান শেখ ইমন নামে এক ব্যক্তিকে আটক করেছে । শনিবার রাত ১০ টার দিকে শহরের মজমপুর এলাকার বনানী সিনেমা হলের পাশের একটি বিল্ডিংয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার ইমরান শেখ ইমন কুষ্টিয়া শহরের বাবার আলী গেট এলাকার সামসুজ্জামানের ছেলে।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর গাফারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমনকে আটক করা হয়। তার অফিস থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ও ৪২ বোতল ফেন্সিডিলসহ উদ্ধার করা হয়।
র্যাব জানায় ইমন হত্যাসহ একাধিক মামলার আসামী।
ইমরান শেখ ইমনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে কুষ্টিয়া মডেল থানায় মামলা করে মডেল থানায় তাকে হস্তান্তর করেছে র্যাব।
Leave a Reply