December 23, 2024, 7:54 am
দৈনিক কুষ্টিয়া পত্রিকার জন্য কুষ্টিয়া শহরে দু’জন শিক্ষানবীশ সংবাদদাতা নিয়োগ দেয়া হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক। তবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক/স্নাতক (সম্মাান) পর্যায়ে অধ্যয়নরতরাও আবেদনের সুযোগ পাবেন। আগ্রহীদের আগামী ৭ নভেম্বর ২০২০ বিকেল ৫টার মধ্যে ই-মেইলে info.dailykushtia@gmail.com বা পত্রিকা কার্যালয়- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়াতে সরাসরি বায়োডাটা প্রেরণ করতে হবে। বায়োডাটার সঙ্গে এককপি সদ্য তোলা ছবি, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সনদের ফটোকপি যুক্ত করতে হবে। আলোচনা সাপেক্ষে সম্মানী নির্ধারণ করা হবে।
এ সংক্রান্ত যোগাযোগ- ০১৭১২০০৯৯৮৯।
Leave a Reply