December 22, 2024, 8:01 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুরে নেশার টাকা না দেয়ায় ছেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা। পরে স্থানীয়রা অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বৃহস্পতিবার সকালে দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নের মাদাপুর গোরস্থানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম জানান, মৃত আবুল হোসেনের ছেলে মামুন (৪০) সকালে তার মা জিন্নাতুন নেছা’র (৬২) কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ছেলে মা’কে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে ঘটনাস্থলেই মা জিন্নাতুন নেছা প্রাণ হারান। খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে মামুনকে আটক করে পুলিশকে খবর দেয়। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, মামুন প্রতিদিনই কোন না কোন নেশা করতেন। এজন্য তার স্ত্রী তিন সন্তানসহ বাড়ি ছেড়ে চলে গেছেন। প্রতিদিনই সে মায়ের কাছে টাকা চাইতো, বলেন ওসি।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন এবং অভিযুক্ত ছেলেকে আটক করে আদালতে পাঠিয়েছেন। অভিযুক্তের ভাই মো. সুমন হত্যা মামলা দায়ের করেছেন।
Leave a Reply