December 23, 2024, 8:16 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
কুষ্টিয়ার খোকসায় দুর্বৃত্তদের দেওয়া বিষে মরে ভেসে উঠছে খালের মাছ। আর মাছ মরে যাওয়ায় বিপুল ক্ষতির সম্মুখীন এলাকার মৎস্যজীবী সমবায় সমিতি। ঘটনাটি খোকসা উপজেলার ছোট গোপগ্রামের পদ্মা নদীর শাখা সংলগ্ন একটি খালের।
মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস জানান,রোববার (২৫ অক্টোম্বর) থেকেই খালের মাছ হঠাৎ মরে ভেসে উঠতে থাকে। আমরা তাড়াহুড়া করে কয়েক মণ মাছ জাল দিয়ে ধরে ফেলি। বুধবার পর্যন্ত পদ্মা নদীর শাখা এই খাল এলাকায় পরিচিতি কোলে বড় বড় রুই, কাতলা, তেলাপিয়াসহ অসংখ্য ছোট বড় মাছগুলোও মরে ভেসে উঠতে থাকে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর সঙ্গে আলাপ করে বুঝতে পারি রাতের আঁধারে কেউ খালে বিষ ঢেলে দিয়েছে। যার ফলে সব মাছ মরে যাচ্ছে। এই ২০ একর জলমহাল সরকারীভাবে এ বছর ২১ লাখ টাকায় এক বছরের জন্য বন্দোবস্ত নিয়ে মাছ চাষ করেছেন এলাকার মৎস্যজীবী সমবায় সমিতি। দুর্বৃত্তদের বিষ প্রয়োগে আমাদের ২০-২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছে এ অঞ্চলের জেলেরা। আমরা সরকারের কাছে এই ঘটনার সুস্থ বিচার ও ক্ষতিপূরণ দাবি জানাচ্ছি।
খোকসা থানার (ওসি) গোলাম মোস্তফা জানান,অভিযোগ পেয়েছি ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের জলমহাল পরিদর্শন করা হবে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply