December 22, 2024, 12:54 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার তিন থানার ওসি রদবদল করা হয়েছে। মিরপুর থানার ওসি আবুল কালামকে সদর থানায়, সদর থানার ওসি কামরুজ্জামান তালুকদারকে খোকসা থানায় এবং খোকসা থানার ওসি গোলাম মোস্তফাকে মিরপুর থানায় ওসির দায়িত্ব দেয়া হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত দৈনিক কুষ্টিয়াকে বলেন, এটা নিয়মিত কর্মকাণ্ডের অংশ জনস্বার্থে তাদের বদলি করা হয়েছে। বাইরের কাউকে আনা হয়নি। জেলার মধ্যে এরকম বদলি নিয়মিত কাজের অংশ।
জেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনিক সুবিন্যস্ত করার অংশ হিসাবে এরকম বদলি করা হয়।
খোকসা থেকে দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক জানান,
কুষ্টিয়া সদর থানার ওসি কামরুজ্জামান তালুকদার কে খোকসা থানার ৩৬ তম ওসি হিসাবে নিয়োগ দান করা হয়েছে। অপরদিকে খোকসা থানার ওসি গোলাম মোস্তফা কে মিরপুর থানার ওসি হিসেবে নিয়োগ দান করা হয়েছে।
কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে এক নির্দেশ বার্তায় এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপারের অফিস।
বুধবার দুপুরে খোকসা থানার ওসি গোলাম মোস্তফা তার বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন । তবে নতুন ওসি কামরুজ্জামান তালুকদার ৩৬ তম ওসি হিসাবে খোকসা থানায় যোগদান করবেন।
উল্লেখ্য চলতি বছরের বাইশে এপ্রিল ৩৪ তম ওসি হিসাবে জহুরুল ইসলাম খোকসা থানায় যোগদান করেন। যোগদানের ৫ মাস ২০ দিনের মাথায় খোকসা থেকে বদলি হয়ে তিনি দৌলতপুর ওসি হিসাবে যোগদান করছেন। আবার নতুন ওসি দুই এক মাস যেতে না যেতেই আবার বদলি হয়েছে বলে জানা যায়। তবে সদ্য বিদায়ী ৩৫ তম ওসি গোলাম মোস্তফার জায়গায় আসবে কুষ্টিয়া মডেল থানার ৩৬তম ওসি কামরুজ্জামান তালুকদার।
Leave a Reply